(Source: ECI/ABP News/ABP Majha)
Rahul Gandhi On Budget 2024: 'কুর্সি বাঁচাও বাজেট..' ! রাহুলের নিশানায় মোদি সরকার
Rahul Gandhi On Union Budget 2024: তৃতীয় মোদি সরকারের বাজেটকে 'কুর্সি বাঁচাও বাজেট' বলে কটাক্ষ রাহুলের। 'অন্য রাজ্যকে বঞ্চনা করে শরিক-তোষণের ফাঁপা প্রতিশ্রুতি। AA-র জন্য সুবিধা করতে পুঁজিবাদের তোষণ, সাধারণ মানুষের সুরাহা নেই। কংগ্রেসের ইস্তেহার ও আগের বাজেটের পুনরাবৃত্তি', X হ্যান্ডলে পোস্ট করে কটাক্ষ বিরোধী দলনেতা রাহুল গাঁধীর।
তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে শরিকদের ঢালাও বরাদ্দ। অন্ধ্রপ্রদেশ, বিহারের জন্য বাজেটে বিশেষ প্যাকেজ। অন্ধ্রপ্রদেশের জন্য ১৫ হাজার কোটির বিশেষ প্যাকেজ । বিহারে হাইওয়ের জন্য ২৬ হাজার কোটি বরাদ্দ । বিহারে ২১ হাজার কোটির তাপ বিদ্যুৎ কেন্দ্র ।বিহারে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজের ঘোষণা । বাজেটে বিহারে পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ের ঘোষণা । অন্ধ্রপ্রদেশের গ্রামোন্নয়নে বরাদ্দ ২.৬৬ লক্ষ কোটি বরাদ্দ
বাজেটে বাংলা, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে বিশেষ নজর । বাজেটে বাংলার প্রাপ্তি: কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডর। বন্যা নিয়ন্ত্রণে অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের জন্য বিশেষ বরাদ্দ। বন্যা, খরা নিয়ন্ত্রণে বিহারকে ১১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ । 'বিহারে ৪টি এক্সপ্রেসওয়ে ও ব্রিজ তৈরিতে ২৬ কোটি টাকা বরাদ্দ'। বন্যা নিয়ন্ত্রণে ঢালাও বরাদ্দ বিহারের, বাংলার প্রাপ্তি শূন্য । কেন্দ্রীয় বাজেটে বিহারের পর্যটনেও বিশেষ নজর
১০০ দিনের কাজে বরাদ্দ বাড়ল ২৬ হাজার কোটি টাকা। ৬০ হাজার কোটি থেকে বরাদ্দ বেড়ে ৮৬ হাজার কোটি টাকা। ABP Ananda LIVE