এক্সপ্লোর
Bansdroni Shootout : 'অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি', জানাল বাচ্চা সিংহের পরিবার| Bangla News
বাঁশদ্রোণীতে ব্রহ্মপুর এলাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী মলয় দত্তের অফিসে ঢুকে গুলি। পাল্টা গুলিতে জখম অভিযুক্তও প্রমোটার বিশ্বনাথ সিংহ ওরফে বাচ্চা। তাঁর পিঠের দিকে গুলি লাগে। তিনি ভর্তি আছেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। তাঁর অবস্থা এখনও স্থিতিশীল নয়। তাই তাঁকে ওটিতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সিটি স্ক্যান হয়েছে বাচ্চা সিংহের। এমনটাই জানানো হয়েছে তাঁর পরিবারের তরফে।
আরও দেখুন






















