7Tae Bangla: রাজ্যে একধাক্কায় অনেকটা বাড়ল করোনা সংক্রমণ
প্রায় ৮ ঘণ্টা পার, কয়লাপাচারকাণ্ডে এখনও সওকতকে জিজ্ঞাসাবাদ। তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদ সওকতকে। দফায় দফায় তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের।
গরু পাচারকাণ্ডে এবার সিবিআইয়ের নজরে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ধৃত সায়গল হোসেনের সম্পত্তি। এদিন বোলপুরের একটি আবাসনে সায়গলের ফ্ল্যাটে হানা দেন সিবিআই অফিসাররা। সিবিআইয়ের দাবি, তদন্তে জানা গিয়েছে, মুর্শিদাবাদের ডোমকল ও বীরভূমের বোলপুর ও সিউড়িতে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে সায়গলের। পুলিশের কনস্টেবল পদে চাকরি করে কী করে এত সম্পত্তির অধিকারী হলেন সায়গল, তা নিয়েই প্রশ্ন সিবিআইয়ের। সিবিআই সূত্রে খবর, এই বিপুল সম্পত্তি বেনামেও থাকতে পারে। সেক্ষেত্রে কাদের নামে সম্পত্তি রয়েছে, তাও খতিয়ে দেখা হবে। সিবিআইয়ের নজরে সায়গল ঘনিষ্ঠরাও। খবর সূত্রের। সায়গলের ফ্ল্যাটে প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।
প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে এবার সিবিআইয়ের সিট। সিবিআইয়ের সিট গঠন করে তদন্তের নির্দেশ বিচারপতির।
রাজ্যে একধাক্কায় অনেকটা বাড়ল করোনা সংক্রমণ। একদিনে সংক্রমণ বাড়ল ৭০ শতাংশর বেশি। রাজ্যে একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ফের ২০০ পার। প্রায় সাড়ে ৩ মাস পর ২০০-র উপর দৈনিক সংক্রমণ। ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩০ জন, মৃত্যু হয়েছে ১ জনের। সংক্রমণ হারও প্রায় ৩ শতাংশ। উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ।