৭টায় বাংলা : ভোটে ভরাডুবির পরেই বঙ্গ নেতৃত্বকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক সৌমিত্র খাঁ। Bangla News
২ কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির ভরাডুবির পর রাজ্য নেতৃত্বকে তোপ সৌমিত্র খাঁর। ভোটে বিজেপির খারাপ ফলে বিস্ফোরক বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। এদিন তিনি বলেন, “অপরিণত রাজ্য নেতাদের নেতৃত্বে ভাল ফল আশা করা যায় না। অপরিণত নেতাদের জন্যই উপনির্বাচনে এই ফল হয়েছে। তৃণমূলের থেকে অনেক কিছু শেখার আছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে আমরা ব্যর্থ হয়েছি। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়টি ভাবা উচিত। যাদের বহিষ্কার করা হয়েছিল তাঁদের ফেরানোর কথা ভাবা উচিত।''
আসানসোল উপনির্বাচনের (Asansol By Election) ফল প্রকাশের পর অগ্নিমিত্রা পাল (Agmimitra Paul) বলেন, ‘মানুষের রায় মাথা পেতে নিতে হবে’। ‘এখানে কোনও বাহানা দেওয়ার নেই, কারণ কেন্দ্রীয় বাহিনী অসাধারণ কাজ করেছে। রিগিং হয়েছে বা কিছু এসব বলব না, যা হয়েছে মানুষের রায় মেনে নিতে হবে।
"তৃণমূল কংগ্রেসের(Trinamool Congress) জন্মলগ্ন থেকে এই প্রথম আসানসোল থেকে আমরা জিতেছি, এবং শুধু জিতেছি নয়, জিতেছি রেকর্ড মার্জিনে। মানুষের ভালোবাসায় আমরা কৃতজ্ঞ"- জয়ের পর মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay)।