7tay Bangla(Seg-1):রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও ১।Bangla News
Birbhum Violence: রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও ১। রামপুরহাট থেকেই গ্রেফতার, খবর সূত্রের। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে গ্রেফতার। ধৃতের শারীরিক পরীক্ষার জন্য আনা হল হাসপাতালে।এর আগে মুম্বই থেকে ৪ জনকে গ্রেফতার করে সিবিআই।রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃতের সংখ্যা বেড়ে ৫।
Nadia:নদিয়ার হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে নাবালিকাকে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। পরের দিন মৃত্যু হয় নাবালিকার। থানায় না জানাতে নাবালিকার পরিবারকে চাপ দেওয়ারও অভিযোগ উঠেছে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযোগ, সোমবার নিজের জন্মদিনের অনুষ্ঠানে বছর ১৪-র নাবালিকাকে মদ খাইয়ে ধর্ষণ করে ওই যুবক। এরপর অপরিচিত মহিলাকে দিয়ে ওই কিশোরীকে বাড়ি পাঠানো হয়। বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। পরদিন ভোরে মৃত্যু হয় ওই নাবালিকার। গতকাল তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়।
Mograhat:মগরাহাটে জোড়া খুনে পাকড়াও মূল অভিযুক্ত জানে আলম ।গাড়ি করে পালানোর সময় টালিগঞ্জ থেকে গ্রেফতার।কীভাবে পালিয়েছিল জোড়া খুনে মূল অভিযুক্ত?।হাতে এসেছে সেই সময়ের সিসি ক্যামেরার ফুটেজ।ফুটেজের সূত্র ধরে গ্রেফতার জানে আলম মোল্লা।সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী ও মলয় মাখালকে খুনে পর থেকেই ফেরার।২৪ ঘণ্টা গা ঢাকা দেওয়ার পর পুলিশের জালে পাকড়াও।
![WB News : দত্তপুকুরকাণ্ডে ১৫ দিন পরেও মেলেনি মাথার খোঁজ। বামনগাছির পুকুরে তল্লাশিতে ডুবুরি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/91212fe0242ff7db37e588ef637b1fa91739874313715535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![WB Assembly: বিধানসভার অন্দরে বক্তৃতা দিচ্ছেন মুখ্যমন্ত্রী বাইরে ধর্নায় শুভেন্দু। গেটে কড়া নিরাপত্তা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/618a6e0679577cc922f177284bd27f941739873392399535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Suvendu Adhikari : শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, পাল্টা কী কৌশল শুভেন্দুর ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/965384f5d31d87ea8492288bc734b18d1739872287476535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mamata Banerjee : বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নায় শুভেন্দুরা। কী বার্তা মমতার ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/c4027e933e1b9f1d7bb2f305701ca5a31739871550947535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Lalon : বাংলাদেশে লালন স্মরণোৎসব বাতিল, বাংলার বুকে সেই লালনের গানেই হল 'রাগসেবা'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/99b4ca3a9f41e9a67846c5f54ec837da1739870928635535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)