Choochbehar News: রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে এবার ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ। কারও সঙ্গে আলোচনা না করে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ উঠল। বিক্ষুব্ধদের দাবি এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিয়েছেন তারা। যদি এ নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ রবীন্দ্রনাথ ঘোষ। তাঁর এক অনুগামী কাউন্সিলর অবশ্য বিক্ষুব্ধদের তোলা সব অভিযোগ অস্বীকার করেছেন।
আরও খবর...
ফের কলকাতায় উদ্ধার হল মাদক। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাঁজা। ওড়িশা থেকে কলকাতায় বাসে করে আনা হয় মাদক। আগে থেকে খবর ছিল পুলিশের কাছে। ধর্মতলা বাস স্ট্যান্ডে নামতেই হাতেনাতে চারজনকে পাকড়াও করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বড়সড় সাফল্য [পেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধর্মতলার বাস গুমটি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা। শনিবার ভোরে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের নারকোটিক্স সেল এখনও তল্লাশি চালাচ্ছে।


















