Morning Headlines: অভিষেককে স্বাগত নয়, চোর চোর স্লোগান বাঁকুড়াবাসীর | ABP Ananda LIVE
Morning Headlines: অভিষেককে স্বাগত নয়, চোর চোর স্লোগান বাঁকুড়াবাসীর। ট্যুইট সৌমিত্র খাঁর। চব্বিশে ওকেই সাংসদ পদ থেকে সরিয়ে দেবে মানুষ, পাল্টা শান্তনু।
ব্বিশের আগেই কেন্দ্রে সরকার ফেলার ইঙ্গিত? মমতার মন্তব্যে জল্পনা। আগে বাংলা সামলান, পাল্টা দিলীপ।
লক্ষ্য লোকসভা। বিরোধী ঐক্যের বার্তা নিয়ে নবান্নে দিল্লি-পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক মমতার। এবারও নাম নিলেন না কংগ্রেসের। গড়তে নয়, জোট ভাঙার ছক, আক্রমণে অধীর।
বিরোধী হলেই হেনস্থা, এজেন্সি ইস্যুতে কেন্দ্রকে নিশানা কেজরিওয়ালের। কাকে জেরা, কাকে গ্রেফতার, আগে থেকেই কীভাবে বলছে বিজেপি? আক্রমণে মমতা। (শুভেনদু- তৃণমূল মানেই চোর।)
বিজেপি শাসিত ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন সৌরভ। পর্যটনমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই প্রস্তাবে সায় প্রাক্তন ভারত অধিনায়কের। চুঁচুড়ায় মিষ্টি বিলি বিজেপির।
ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর বাংলার সৌরভ। মমতাকে কটাক্ষ সুকান্তর, জবাব তৃণমূলের। (বাইট...সুকান্ত.... তৃণমূল...)
এগরা, বজবজের পর ইংরেজবাজার। ফের বাজি কাড়ল প্রাণ। মালদায় বাজির দোকানে ভয়াবহ আগুন-বিস্ফোরণের শব্দ, ঝলসে মৃত ২। ক্ষতিগ্রস্ত ১৫টি দোকান।
এক-দুই নয়, পরপর ৩৭টি বিস্ফোরণ! ইংরেজবাজার পুরসভার নাকের ডগায় লাইসেন্স ছাড়াই বাজি মজুত! মানছে দমকলও।
এগরা, বজবজ থেকে মালদা। এক সপ্তাহে রাজ্যে বাজির বলি ১৬! বারুদের সতূপে বাংলা, নজরদারি নিয়ে প্রশ্ন বিরোধীদের। চক্রান্ত দেখছে তৃণমূল।
কারখানা থেকে দোকান, বেআইনি বাজিতে যাচ্ছে একের পর এক প্রাণ। আজব তত্ত্ব সৌগতর।
এগরায় বিস্ফোরণে মৃত্যুমিছিল, এনআইএ-র দাবিতে পথে শুভেনদু। গ্রামে ধরপাকড়ের নামে পুলিশি হেনস্থার অভিযোগ। বন্ধ না হলে থানা ঘেরাওয়ের হুঙ্কার।
দুবরাজপুর বিস্ফোরণে গ্রেফতার তৃণমূল নেতা-সহ ২। পঞ্চায়েতের আগে বোমা মজুত, আক্রমণে দিলীপ। শাসক হলেও রেওয়াত নয়, রাজধর্ম পালন মুখ্যমন্ত্রীর, পাল্টা কুণাল।
দুবরাজপুরের পর ভাঙড়, তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ। উড়ল বাড়ির একাংশ, আহত মহিলা। আইএসএফের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মজুতের অভিযোগ।
দুবরাজপুরে বিস্ফোরণ, নানুরে উদ্ধার তাজা বোমা। দত্তপুকুর-বেলঘরিয়া-রহড়ায় বাজেয়াপ্ত সাড়ে ১০ টন নিষিদ্ধ বাজি। ধৃত ২। কৃ্ষ্ণনগরে উদ্ধার আড়াই কুইন্টাল বাজি-সহ জালে ২।
আজ উচ্চমাধ্যমিকের ফল। প্রকাশিত হবে মেধাতালিকা। বেলা সাড়ে ১২টা থেকে দেখা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইটে। শুক্রবার জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট।