TMC News: অভিষেকের সঙ্গে সাংগঠনিক বৈঠকের আগে হাড়োয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার
ABP Ananda LIVE : হাড়োয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির পোস্টার দেগঙ্গাজুড়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংগঠনিক বৈঠকের আগে রবিউল ইসলামের নামে পোস্টার, লিফলেট। দলের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ। দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে দিয়ে গ্রামবাসীদের হকের লক্ষ লক্ষ টাকা লুঠের। অভিযোগ আনা হয়েছে ওই পোস্টারে পঞ্চায়েত থেকে কাটমানির অভিযোগ হাড়োয়ার তৃণমূল বিধায়কের নামে।এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির।তৃণমূলের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
একসময় গ্রেফতার হয়েছিলেন যাদবপুরের এই প্রাক্তনী, এবার স্পেনে ফেরার আগে অনামিকার রহস্যমৃত্যু নিয়ে কী বললেন হিন্দোল মজুমদার ?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। কদিন আগে, যাদবপুরের বিশ্ববিদ্য়ালয়েরই প্রাক্তনী এবং স্পেন-ফেরত বাঙালি গবেষক হিন্দোল মজুমদারের গ্রেফতারির ঘটনাতেও বাংলার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল। আদালতের নির্দেশে জামিন পাওয়ার পর, বাঙালি গবেষক সোমবার ফের রওনা দিলেন স্পেনের উদ্দেশে। যাওয়ার আগে যাদবপুরের তৃতীয় বর্ষের ইংরেজি পড়ুয়া অনামিকা মণ্ডলের রহস্য়মৃত্য়ু নিয়ে মুখ খুললেন তিনি!
গবেষক ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদার বলেন,' ছাত্রী মৃত্যুর ঘটনা মর্মান্তিক, তদন্ত হওয়া উচিত। 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গণ্ডগোলের ঘটনায় , স্পেনে গবেষণারত, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে ধরতে 'লুক আউট নোটিস' জারি করেছিল পুলিশ। তার ফলে স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই তাঁকে গ্রেফতার করা হয়। এই বাঙালি গবেষককে আদালতে কুখ্য়াত জঙ্গি আফতাব আনসারির সঙ্গে তুলনা করেন সরকারি আইনজীবী!

















