Acropolis Mall: কাঁচ ভেঙে ধোঁয়া বার করা হচ্ছে ধোঁয়া, তৈরি করা হচ্ছে বিকল্প পথ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কসবায় ২১ তলা অ্যাক্রোপলিস মলে আগুন । অ্যাক্রোপলিস মলের চতুর্থ তলে আগুন । ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন, আনা হয়েছে ২টি স্কাই ল্যাডার । ধোঁয়ায় ঢাকল গোটা মল, অক্সিজেন মাস্ক পরে মল খালি করল দমকল । কাচ ভেঙে ভিতরের ধোঁয়া বার করল দমকলমলকর্মী ও মলের ভিতরের বিভিন্ন অফিসের কর্মীদের বাইরে বার করা হল । কর্মীদের বাইরে বার করে গীতাঞ্জলি স্টেডিয়ামে আনা হয়েছে । অ্যাক্রোপলিস মলের বাইরের এলাকা ধোঁয়ায় ঢেকেছে । বাইরে বেরনোর সিঁড়ি খালি নেই, আবর্জনা ভর্তি, নামতে অসুবিধা হচ্ছে, অভিযোগ মল কর্মীদের । ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমকে বাধা
আগুন লাগার খবর পেতেই ইতিমধ্যেই একের পর এক দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় ঘটনাস্থলে। অক্সিজেন মাস্ক পরে ভিতরে ছুটে ঢোকেন দমকল কর্মীরা। মল খালি করে দিয়েছে দমকল বাহিনী। ভেন্টিলেশন চালু রাখতে কাচ ভেঙে দিয়েছে দমকল বাহিনী। ভিতরে থাকা সবাইকে বের করে নেওয়া হয়েছে বলে খবর। মলের কর্মীদের নিয়ে এসে রাখা হয়েছে পাশের গীতাঞ্জলি স্টেডিয়ামে। ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি বলেছেন, 'পূর্ণাঙ্গ তদন্ত হবে।'