Mamata Banerjee: মুর্শিদাবাদে অধীর চৌধুরী কোনও ফ্যাক্টর নয়: মমতা বন্দ্যোপাধ্যায়। ABP Ananda Live
West Bengal News: মুর্শিদাবাদে (Murshidabad) অধীর চৌধুরী (Adhir Chowdhuri) কোনও ফ্যাক্টর নয়, ঐক্যবদ্ধভাবে লড়াই করলে তিনটি আসনেই জয় সম্ভব।কালীঘাটে মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠকে বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৪২টি আসনে জয়ের প্রস্তুতি নিয়ে তৃণমূল নেতা-কর্মীদের মাঠে নেমে পড়ার নির্দেশ তৃণমূলনেত্রীর। মুর্শিদাবাদ জেলার তৃণমূল সাংসদ, বিধায়ক ও জেলা পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক। বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী। বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার সম্ভাবনা মাথায় রেখেই এগিয়ে যাওয়ার পরামর্শ মমতার। 'মুর্শিদাবাদের সংগঠন খুব ভালো, ২০টি বিধানসভা তৃণমূলের দখলে, পঞ্চায়েত নির্বাচনেও ভালো ফল', বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'কিন্তু কিছু নেতা নিজের ক্ষমতা জাহির করতে চাইছেন, এটা বন্ধ করতে হবে', বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সবাইকে নিয়ে চলতে হবে, বার্তা অভিষেকের। কালীঘাটে মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠকে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে তিরস্কার মমতা বন্দ্য়োপাধ্যায়ের। প্রকাশ্যে মুখ খোলার জন্য তিরস্কৃত হুমায়ুন কবীর। মুর্শিদাবাদে অধীর চ্যালেঞ্জ, দাবি করেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। মুর্শিদাবাদে অধীর চৌধুরী কোনও ফ্যাক্টর নয়, ঐক্যবদ্ধভাবে লড়াই করলে তিনটি আসনেই জয় সম্ভব। কালীঘাটে মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠকে বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ABP Ananda Live