Nyay Yatra: দু’দিন বিশ্রামের পর, বাংলায় ফের ন্যায় যাত্রা শুরু হবে জলপাইগুড়ির PWD মোড় থেকে | ABP Ananda LIVE
দু’দিন বিশ্রামের পর, বাংলায় ফের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করছেন রাহুল গাঁধী। আজ বাগডোগরায় নেমে দুপুরে জলপাইগুড়ি শহরের PWD মোড় থেকে ন্যায় যাত্রা শুরু করবেন তিনি। প্রায় দেড় কিলোমিটার পদযাত্রা করবেন রাহুল। শিলিগুড়ি পর্যন্ত ৪১ কিলোমিটার পথ বাসে যাওয়ার কথা কংগ্রেস সাংসদের। যাত্রাপথেই সভা করতে পারেন রাহুল। বাসে শিলিগুড়ি পৌঁছে থানা মোড় থেকে ফের দেড় কিলোমিটার পদযাত্রা করবেন কংগ্রেস নেতা। শেষে এয়ারভিউ মোড়ে জনসভা। পুলিশের অনুমতি না মিললেও রাহুলের সভা হবেই বলে জানিয়েছে কংগ্রেস। এরপর আজই গাড়িতে উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুরে যাবেন রাহুল। সেখানেই রাত্রিবাস। আগামীকাল চোপড়া থেকে বিহারের কিষাণগঞ্জ পৌঁছবে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা। সেখানে বিহার প্রদেশ কংগ্রেস সভাপতির হাতে দলের পতাকা হস্তান্তর করবেন অধীর চৌধুরী। ৩১ জানুয়ারি, মালদা থেকে শুরু হবে রাহুল গান্ধীর দ্বিতীয় পর্যায়ের ন্যায় যাত্রা।