(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক বানচালের চেষ্টার অভিযোগে এফআইআর দায়ের । ABP Ananda Live
West Bengal News: হেয়ার স্ট্রিট থানায় (Hare Street Police Station) এফআইআর দায়ের করল তৃণমূল পরিষদীয় দল। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সাংবাদিক বৈঠক বানচালের চেষ্টার অভিযোগে এফআইআর (FIR)। শারীরিক অবস্থার কারণে গতকাল মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি সাংবাদিক বৈঠকের সিদ্ধান্ত নেন। সেই কারণে বিধানসভার প্রেস কর্ণারে আলাদা ব্যবস্থাও করা হয়। কিন্তু বাজেট পেশ হওয়ার পর দেখা যায়। সেখানে বিরোধী দলনেতা সাংবাদিক বৈঠক করছেন। মুখ্যমন্ত্রী বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেও সাংবাদিক বৈঠক শেষ হয়নি। এরপর ভার্চুয়াল মোডে মুখ্যমন্ত্রীকে লাইন দেওয়া হলে সেই লাইন কেউ বা কারা কেটে দেয় বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূলের পরিষদীয় দলের তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। কে বা কারা এই ঘটনা ঘটাল তা তদন্ত করে দেখা হচ্ছে। 'এখন থেকে অধ্যক্ষের অনুমতি ছাড়া মিডিয়া সেন্টারে সাংবাদিক বৈঠক করা যাবে না'। সম্মেলনের সময় ৪৫ মিনিটের বেশি সাংবাদিক বৈঠক করা যাবে না, জানিয়ে দিলেন অধ্যক্ষ। ABP Ananda Live