Ananda Live: কমিটি নিয়ে অভিযোগ, ব্যারাকপুরে সুকান্তর সভায় বিশৃঙ্খলা
বঙ্গ বিজেপিতে অসন্তোষের মধ্যেই ২দিনের সফরে কলকাতায় নাড্ডা। বুধবার সকাল ১১টায় চুঁচুড়ায় একটি অনুষ্ঠানে অংশ নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুপুরে দলের একাধিক বৈঠকে যোগ দেবেন জেপি নাড্ডা। বৃহস্পতিবার দলের সাংসদ, বিধায়ক, ও রাজ্য বিজেপির পদাধিকারীদের নিয়ে বৈঠক করবেন তিনি। দুপুরে দলের কর্মী সম্মেলনে ভাষণ দেবেন। কলা মন্দিরে নাগরিক সম্মেলনও যোগ দেওয়ার কথা রয়েছে জেপি নাড্ডার। বৃহস্পতিবার দিল্লি ফিরে যাওয়ার কথা জে পি নাড্ডার।
কমিটি নিয়ে অভিযোগ, ব্যারাকপুরে সুকান্তর সভায় বিশৃঙ্খলা। সুকান্তের বক্তব্য শেষের সময় কিছু বলার চেষ্টা, বাকিরা বাধা দিলে তৈরি হয় বিশৃঙ্খলার পরিস্থিতি। এলাকারই নন, তৃণমূলের মদতে গণ্ডগোল পাকানোর চেষ্টা, দাবি বিজেপি নেতৃত্বের। কমিটি গঠন নিয়ে নানারকম গণ্ডগোল আছে, তাই ক্ষোভ জানাতে গিয়েছিলাম, দাবি অভিযোগকারিণীর।
![Arms Recovery: কার্তুজ কাণ্ডে গ্রেফতার ফারুক মল্লিক, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/16/54f8e47fbd8333a5c3409c2367e2fdee1739718445944894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)