আনন্দ লাইভ: আপাতত স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য, ফের হাসপাতালে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য
ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) আছড়ে পড়বে ওড়িশার (Odisha) বালেশ্বরের কাছে। এই মুহূর্তে দিঘা (Digha) থেকে ২৪০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ইয়াস। সাগর থেকে ইয়াসের দূরত্ব ২৩০ কিমি। ইয়াস মোকাবিলায় রাজ্যের প্রতিটি জেলায় তৎপর প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার ও দুই মেদিনীপুরের পাশাপাশি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়তে পারে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বিস্তীর্ণ এলাকা জুড়ে। অন্যদিকে নারদ মামলায় (Narada Case) তদন্তকারী সংস্থার ওপর চাপ তৈরির অভিযোগ সিবিআইয়ের (CBI)। চারজন নেতা-মন্ত্রীর গ্রেফতারির ঘটনাক্রম তুলে অভিযোগ সিবিআইয়ের। বিচারব্যবস্থা এত দুর্বল নয় যে কয়েকজনের বিক্ষোভে ভয় পাবে, সলিসিটর জেনারেলের উদ্দেশে মন্তব্য বিচারপতির। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা আজ স্থিতিশীল। স্বাভাবিক খাবার খেয়েছেন, বাইপ্যাপ দিয়ে শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখা হচ্ছে। অন্যদিকে অসুস্থ বোধ করায় ফের হাসপাতালে ভর্তি করা হল তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যকে।