(Source: ECI/ABP News/ABP Majha)
আনন্দ লাইভ: মোদি সরকারের সম্মান 'প্রত্যাখ্যান' করলেন একের পর এক বিশিষ্ট ব্যক্তি | Bangla News
পদ্মভূষণ প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য (Budhdhadeb Bhattacharya)। মোদি সরকারের পদ্মভূষণ (Padma Bhushan) প্রত্যাখ্যান করলেন তিনি। পদ্মভূষণ প্রত্যাখ্যান নিয়ে জানালেন মীরা ভট্টাচার্য। ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এনিয়ে কেউ কিছু বলেনি। পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকলে প্রত্যাখ্যান করছি’, বিবৃতি দিয়ে জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
এদিকে, পদ্মশ্রী ‘প্রত্যাখ্যান’ করছেন পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় (Pt Anindo Chatterjee)। ‘প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে ফোন আসে, গ্রহণ করছি না’, পদ্মশ্রী ‘প্রত্যাখ্যান’ নিয়ে এবিপি আনন্দকে জানালেন শিল্পী।
মোদি সরকারের 'পদ্মশ্রী' প্রত্যাখ্যান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee), দাবি পরিবারের। 'বলেছি নেব না, মন চাইছে না', এবিপি আনন্দকে জানালেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।
নিজের কেন্দ্রেই বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। পার্কের উদ্বোধনে গিয়ে টিটাগড়ের গাঁধী মোড়ে বিক্ষোভের মুখে পড়লেন ব্যারাকপুরের তৃণমূল (TMC) বিধায়ক। রাজ চক্রবর্তীকে ধাক্কাধাক্কি করা হয়। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। কারা করেছে খতিয়ে দেখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।