Ananda Live : এখনও ইউক্রেনে আটকে বহু বাঙালি পড়ুয়া, দুশ্চিন্তার প্রহর গুনছে পরিবার | Bangla News
উত্তরপ্রদেশের বারাণসীতে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। আজ বারাণসীর সভা থেকে এই ঘটনা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী। ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি বুঝতে পারছেন বিজেপি হারছে। মেসেজ ক্লিয়ার। তৃণমূল নেত্রী জানিয়ে দেন, এক দফা নয়, তিনি হাজার বার আসবেন।
তাহলে কি ত্রিশঙ্কু জট কাটছে? নির্দলদের নিয়ে চিন্তিত নই, বিনা শর্তে ৬ জন লিখিতভাবে তৃণমূলকে সমর্থন করবে বলে জানিয়েছে। ফলে ত্রিশঙ্কু চাঁপদানি পুরসভা তৃণমূলই দখল করবে বলে দাবি প্রাক্তন পুরপ্রধান সুরেশ মিশ্রর। চাঁপদানি পুরসভার ২২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূলের দখলে ১১টি ও নির্দলরা ১০টি ওয়ার্ডে জয়ী হয়েছে। কংগ্রেস একটি ওয়ার্ড দখল করেছে। তৃণমূলের কয়েকজন বিক্ষুব্ধ নেতা, কর্মী টিকিট না পেয়ে এবার নির্দল হিসেবে ভোটে দাঁড়ান। ২ জনকে দল বহিষ্কারও করা হয়। চাঁপদানি পুরসভায় বোর্ড গঠনে বেশ কয়েকবার নির্দলরা ছিল বড় ফ্যাক্টর। এবারও বজায় থাকল সেই ধারা। কটাক্ষ করেছে বিজেপি।
নদিয়ার তাহেরপুর পুরসভা বামেদের দখলে। পুরভোটের ফল বেরনোর পরই বদলি করা হয় তাহেরপুরের ওসিকে। এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। রুটিন মেনেই তাহেরপুরের ওসিকে বদল করা হয়েছে, বলে জানিয়েছে জেলা পুলিশ।
প্রাণ বাঁচাতে ইউক্রেন ছাড়তে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা। যুদ্ধবিধ্বস্ত দেশে আটকে হাওড়ার দেবারতি দাস, ডায়মন্ড হারবারের পিয়াস ঘোষ। প্রবল উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার।
কখনও হেঁটে, কখনও ট্রেন। প্রাণ বাঁচাতে গাড়ি ভাড়া করেও ইউক্রেন লাগোয়া সীমান্তে পৌঁছচ্ছেন বাঙালি পড়ুয়ারা। ঠাঁই মিলছে স্লোভাকিয়া ও পোল্যান্ডে ভারতীয় দূতাবাসের আশ্রয় শিবিরে। দেশে ফেরার অপেক্ষায় পথ চেয়ে পরিবার।