Anubrata Mondal: IC-কে কদর্য আক্রমণ, আজই অনুব্রতর বিরুদ্ধে বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনছে বিজেপি
ABP Ananda LIVE: জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা চত্বর । মুখ্যমন্ত্রীকে নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে প্রিভিলেজ নোটিস জমা 'প্রিভিলেজ কমিটির কাছে নোটিস পাঠানো হচ্ছে' । এই অধিবেশনেই রিপোর্ট দেওয়া হবে, জানিয়েছেন স্পিকার । বাইরে কে কী বলেছেন, তা নিয়ে কেন স্বাধিকারভঙ্গের নোটিস? প্রশ্ন তুলে প্রতিবাদ বিজেপির । অনুব্রতর কুকথা নিয়ে একটি মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলেন বিরোধী বিধায়করা । অধ্যক্ষ সেটি খারিজ করে দিয়েছেন, প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াক আউট।
আরও খবর...
সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে চাঁচাছোলা আক্রমণ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ব্রাসেলসের মাটিতে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানেকে "টেররিস্তান" হিসেবে আখ্যা দেন। পাশাপাশি আন্তর্জাতিক দিক থেকে সন্ত্রাসবাদ এবং পারমাণবিক ব্ল্যাকমেইলের প্রতি শূন্য-সহনশীলতার নীতি গ্রহণের জন্য আহ্বান জানান। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন এবং ভাইস প্রেসিডন্ট কাজ়া কাল্লাসের সঙ্গে বৈঠক ছিল এস জয়শঙ্করের। এরপর তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে দুই দেশের মধ্যে সঙ্ঘাত হিসেবে দেখা উচিত নয়। বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই।




















