Anubrata Mondal: SDPO অফিস থেকে বেরিয়ে পার্টি অফিসে গেলেন অনুব্রত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বোলপুরের আইসিকে কদর্য ভাষায় আক্রমণ, অনুব্রত মণ্ডলকে প্রায় দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ । বোলপুর SDPO অফিসে জিজ্ঞাসাবাদ কেষ্টকে। নিজের মোবাইল ফোন জমাই দিলেন না অনুব্রত, পুলিশ সূত্রে খবর । অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করেনি পুলিশ, খবর সূত্রের । IC-র ফোন বাজেয়াপ্ত হলেও কেন কেষ্টর ফোন নয়? উঠছে প্রশ্ন । SDPO অফিস থেকে বেরিয়ে সোজা গেলেন পার্টি অফিসে
আরও খবর...
ফোনে IC-কে হুমকি দিতে শোনা গিয়েছিল। সেই নিয়ে গত এক সপ্তাহ ধরে তোলপাড় হলেও, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের সামনে হাজিরা দেননি। অবশেষে বৃহস্পতিবার, সাত দিন পর বোলপুর SDPO অফিসে হাজিরা দিলেন বীরভূমে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। দু'-দু'বার তলব এড়ানোর পর এদিন পিছনের ফটক দিয়ে SDPO দফতরে হাজির হন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্নেহধন্য 'কেষ্ট'। সেখানে প্রায় দু'ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। এর পর সেখান থেকে বেরিয়ে যান অনুব্রত। (Anubrata Mondal)



















