Ardhendu Sen: আমার সময় এবং এখনকার তফাৎ হিসেবে সবসময় মনে হয়, সেই যুগটা ভাল ছিল: অর্ধেন্দু সেন
ABP Ananda LIVE: 'আমার সময় এবং এখনকার তফাৎ হিসেবে সবসময় মনে হয়, সেই যুগটা ভাল ছিল'। 'প্রথম তফাৎ দুর্নীতির (West bengal Corruption Issue) , এতটা দুর্নীতি রাজ্য আগে কখনও দেখেছে বলে মনে হয় না'। 'যার ফল স্বরূপ, এই শিক্ষক সঙ্কট বা পুরসভার কর্মী সঙ্কট' (Municipality Recruitment Scam) । 'মন্ত্রী স্তরে যখন দুর্নীতি হয়, তখন তা চেক করা শক্ত এবং সময় সাপেক্ষ'। 'এতদিন আনন্দে ছিলাম যে, প্রশাসনের শীর্ষ স্তর দুর্নীতিমুক্ত ছিল, সে কথা বলার সুযোগ আর নেই'। 'লিডারশিপ ঠিক না থাকলে, এই সমস্যাগুলো মাথাচাড়া দেয়'। 'তখন বুদ্ধবাবু ছিলেন, এটাই সুবিধা ছিল'। 'দুর্নীতি ছাড়া কী করে সরকার চালানো যায়, সেই দৃষ্টান্ত রাখতে পেরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য'। 'বর্তমান মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যবশত সেই দৃষ্টান্ত রাখছেন না, রাখার চেষ্টা করছেন না'। মন্তব্য রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেনের (Ardhendu Sen)।
![Kolkata News: দমদমে ভয়াবহ লুঠ, বারবার কেন টার্গেট বয়স্করা? ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/dddfde56198237f1c8dfbfb9d61722311739858307536967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Madhyamik 2025: ২টি প্রশ্নেরই অঙ্ক শুরু করলেই নম্বর' ! মাধ্যমিকের অঙ্কের প্রশ্ন নিয়ে বিতর্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/276618d165184e40883122f6b15d571b1739804843495535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: নাবালিকাকে অপহরণ করে যৌন নির্যাতন ও খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/851940733a3185cd94ea52bb90a2a2b01739803759405894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP News: শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক ১ মাস সাসপেন্ড। প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/b2e6ce6a828b3a5340d118d04fe65d5d1739803732253535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Mahakumbh News: নির্বিঘ্নে নিরাপত্তার ঘেরাটোপে পুণ্যস্নান করছেন VVIP-রা, পদপিষ্ট হয়ে কেন প্রাণ দিতে হচ্ছে সাধারণ মানুষকে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/ee6237289118a4e241c327ec96ab84881739802765019894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)