Jayant Singh: এবার আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংহের বেআইনি অট্টালিকা ভাঙার নির্দেশ হাইকোর্টের
ABP Ananda Live: বিচারের নামে সালিশি সভায় নির্মম অত্যাচারে গত বছরই সামনে এসছিল তার নাম। এবার আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংহের বেআইনি সাদা অট্টালিকা ভাঙার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার শুনানিতে, কামারহাটি পুরসভার আইনজীবীকে কড়া ভর্ৎসনা করে বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, আমরা এখানে বসে আছি বলে আমাদের যেন অন্ধ বলে মনে করা না হয়। বিগত ৫ বছর ধরে, ওই অঞ্চলে কাজ করা সমস্ত পুরসভার আধিকারিকদের জেলে পাঠানো হবে। মামলার শুনানিতে ওই জমির আসল মালিককে খুঁজে পাওয়া যায়নি বলে আদালতে জানান পুরসভার আইনজীবী। সেক্ষেত্রে বৈধ অনুমোদন নিয়ে বাড়ি তৈরি করা না হলে তা ভেঙে খেলার মাঠ করে দেওয়া হোক বলে মন্তব্য করেন বিচারপতি। একদিকে আদালতের রায় অক্ষরে অক্ষরে পালনের আশ্বাস দিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। সেই নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির।



















