(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal Lynching: আড়িয়াদহে মা-ছেলে গণপিটুনির ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত জয়ন্ত সিং
ABP Ananda Live: আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় ক্রমশ পেরোচ্ছে সময়। কিন্তু, মূল অভিযুক্ত জয়ন্ত সিং এখনও অধরা। এক্ষেত্রে বারবার উঠছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। আড়িয়াদহের ঘটনায় এখনও অধরা মদন মিত্র ঘনিষ্ঠ মূল অভিযুক্ত। দ্রুত গ্রেফতারির দাবিতে এলাকায় পড়ল পোস্টার। রাস্তায় ফেলে মা-ছেলেকে গণপিটুনি। ছবি-বিতর্কে অস্বস্তির মুখে অভিযুক্তকে গ্রেফতারির দাবি মদন মিত্রর। দুষ্কৃতীদের সঙ্গে বচসার জেরে আড়িয়াদহে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে মারধর করা হয়। আড়িয়াদহে আক্রান্ত মা ও ছেলে এখনও হাসপাতালে ভর্তি। যদিও জয়ন্ত দোষী নয় বলে দাবি তাঁর ভাই প্রিয়ন্তর।
উল্লেখ্য়, আড়িয়াদহে গণপিটুনিতে মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের ছবি দিয়ে এবার বেলঘরিয়া, আড়িয়াদহে পড়েছে পোস্টার। দলের রং না দেখেই ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস দিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। এখনও অধরা আড়িয়াদহ গণপিটুনিতে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জয়ন্ত সিং। আড়িয়াদহে ফিডার রোডে মৌসুমী মোড়ের কাছে জয়ন্তর বাড়ি। জয়ন্তর ভাই প্রিয়ন্ত সিং একসময় কলকাতার বড় দুই ক্লাবে ফুটবল খেলেছেন। পারিবারিক দুধের ব্যবসা রয়েছে জয়ন্তদের। ভাইয়ের দাবি, মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে জয়ন্তকে।