Ariadaha Lynching Incident: আড়িয়াদহ-কাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত গ্রেফতার, পুলিশের জালে মোট ৯
ABP Ananda Live: আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার জয়ন্ত সিংহ। ডানলপে ইন্ডিয়ান স্ট্যাটিসক্যাল ইনস্টিটিউটের কাছ থেকে গ্রেফতার জয়ন্ত। গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। এই নিয়ে আড়িয়াদহে গণপিটুনিকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে ৯। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, গুরুতর আঘাত-সহ একাধিক অভিযোগ রয়েছে।
অবশেষে গ্রেফতার মদন-ঘনিষ্ঠ জয়ন্ত সিংহ। আড়িয়াদহে মা-ছেলেকে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার জয়ন্ত। মা-ছেলেকে মারের পরই কলকাতা ছাড়ে জয়ন্ত, দাবি পুলিশের। আড়িয়াদহে গণপিটুনির পরই উত্তরবঙ্গে গা ঢাকা দেয় জয়ন্ত। নিজের গাড়ি চালিয়ে উত্তরবঙ্গে পালায় অভিযুক্ত তৃণমূল কর্মী। উত্তরবঙ্গে ২ দিনে দুটি রিসর্ট বদলায় মদন-ঘনিষ্ঠ জয়ন্ত। জয়ন্তর গতিবিধির উপর নজর রাখতে উত্তরবঙ্গে টিম পাঠায় পুলিশ। টাকা ফুরিয়ে আসতেই কলকাতায় ফেরে জয়ন্ত। ডানলপের কাছে এক পরিচিতর থেকে টাকা নিতে এলেই পাকড়াও। টাকা নিয়ে ওড়িশায় পালানোর ছক ছিল জয়ন্তর, দাবি পুলিশের।