Malda: ফের মালদায় উদ্ধার অস্ত্র-গুলি, গ্রেফতার অস্ত্র কারবারী | ABP Ananda LIVE
Malda: পরপর ২ দিন মালদার বৈষ্ণবনগর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র (Fire Arms), গুলি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বৈষ্ণবনগরের ১৮ মাইল এলাকা থেকে রাকিমুল শেখ নামে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় ২টি সেভেন এম এম ও একটি নাইন এম এম পিস্তল (9mm Pistol), ৫টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড কার্তুজ। ধৃতের বাড়ি মালদার কালিয়াচকে। এই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছে পুলিশ।এর আগে শুক্রবার রাতে বৈষ্ণবনগরের বাখরাবাদ থেকে আরও এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকেও একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। পঞ্চায়েত ভোটের আগে এভাবে অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের।

















