Arvind Kejriwal: সুপ্রিম কোর্টে আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সুপ্রিম কোর্টে আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতিতে সিবিআই-মামলায় জামিনের নির্দেশ ২ বিচারপতির বেঞ্চের। আগেই আবগারি দুর্নীতিতে ইডি-র দায়ের করা মামলায় জামিন মিলেছে কেজরিওয়ালের। সাক্ষীদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী, জামিনের পর জানাল সর্বোচ্চ আদালত। মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ে সত্যের জয়, মন্তব্য মণীশ শিসোদিয়ার।
আরও খবর...
কাঁথির পোস্ট অফিস মোড়ে মহিলা প্রতিবাদীর ওপর হামলার অভিযোগ। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে একাই বিক্ষোভ দেখানোর সময় 'আক্রান্ত' মহিলা। হাতে লেখা পোস্টার গলায় ঝুলিয়ে প্রতিবাদের সময় 'হামলা'। পোস্টার ছিঁড়ে ফেলার পাশাপাশি মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ
মহিলার ওপর হামলার প্রতিবাদে পোস্ট অফিস মোড় অবরোধ করেন বিজেপি কর্মীরা। এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে কাঁথি থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোন কোন জুনিয়র ডাক্তার কাজে আসছেন না। সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ করে, রাজ্য়ের সব মেডিক্য়াল কলেজের কাছে, সেইসব জুনিয়র ডাক্তারদের নাম জানতে চাইল স্বাস্থ্য়ভবন। অন্যদিকে সিনিয়র চিকিৎসকরা সরকারকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বললেন, একজন জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্য়বস্থা নেওয়া হলেও, তাঁরাও কাজ বন্ধ করে দেবেন।