Dengue: রাজ্যে কয়েক ঘণ্টার ব্যবধানে ডেঙ্গিতে মৃত্যু চার জনের, ক্রমেই বাড়ছে উদ্বেগ | ABP Ananda LIVE
Dengue Update.:রাজ্যে পরপর ডেঙ্গি আক্রান্তের মৃত্যুতে ক্রমেই বাড়ছে উদ্বেগ। কলকাতা পুরসভা এলাকাই হোক বা জেলার বিভিন্ন পুর এলাকা, মৃত্যু রোখা যাচ্ছে না কিছুতেই। কয়েক ঘণ্টার ব্যবধানে দক্ষিণ কলকাতার বাঘাযতীন, কলকাতার উপকণ্ঠে সল্টলেক, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ,ও ঘাটালে ৪ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু হল। এর মধ্যে শুধু বৃহস্পতিবারই, অর্থাৎ এক দিনে মৃত্যু হয়েছে ৩ জনের। এদিকে সরকারি মতে ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর সংখ্যা ৩ পেরোচ্ছে না গত কয়েকদিন ধরেই। যদিও বেসরকারি সূত্রে দাবি, মৃতের সংখ্য়া ইতিমধ্যেই ৪১-এ পৌঁছে গেছে। রাজ্যজুড়ে ডেঙ্গিতে মৃত্যুর পাশাপাশি, কলকাতা পুর এলাকায় রেকর্ড বাড়বাড়ন্ত ডেঙ্গির। ১ সপ্তাহের মধ্যে একলাফে ডেঙ্গি আক্রান্ত বাড়ল ১১০২ জন। আর এই পরিস্থিতিতে বিরোধীদের প্রশ্ন, ডেঙ্গি মোকাবিলায় এতদিন ধরে কী করছিল পুরসভা, কী করছিল সরকার, কী করছিল প্রশাসন?