Kalyani Expressway: কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে রিসর্টে চাঁদার জুলুম, মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে
কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে রিসর্টে চাঁদার জুলুম। মেলার জন্য ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় রিসর্টে হামলা, কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল সন্ধেয় রহড়ার বন্দিপুরের ওই রিসর্টে তৃণমূলের খড়দা ব্লক সভাপতির ভাইয়ের নেতৃত্বে জনা চল্লিশ যুবক তাণ্ডব চালায়। রিসর্ট মালিকের দাবি, চাঁদার জুলুম নতুন ঘটনা নয়, এর আগেও ঘটেছে। রাতেই রহড়া থানায় অভিযোগ দায়ের হয়। গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতার ভাই সহ ২ জনকে। বিজেপির কটাক্ষ, তোলা না পাওয়ায় হামলা চালানো হয়। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। পাল্টা রিসর্ট মালিকের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্থানীয় ক্লাবের।


















