Bad Road Condition: ফের বেহাল রাস্তায় জমা জলে নাভিশ্বাস, প্রতিবাদে রাস্তা অবরোধ
ABP Ananda LIVE: এক নজরে দখলে মনে হবে পুকুর বা নালা। কিন্তু এটা আসলে রাস্তা। অভিযোগ, দিনের পর দিন না হয় রাস্তার গর্ত সাঁরাই। না হয়, নিকাশির কাজ। এটা নরেন্দ্রপুরের খেয়াদা ২ গ্রাম পঞ্চায়েতের জগতিপোতা এলাকায় বেহাল রাস্তা। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে পথে নেমে বিক্ষোভ দাখাল স্থানীয় বাসিন্দাদের একাংশ।
SSC দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধানের মেয়ের নাম
এসএসসি দাগি তালিকায় নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধানের মেয়ের নাম। ১৩৬০ নম্বরে নাম রয়েছে স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের নাম। তৃণমূল কংগ্রেস পরিচালিত নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাস। দমদম-ব্যারাকপুর মহিলা জেলা তৃণমূলের সভাপতি স্বপ্না বিশ্বাস। মাসুন্দা বয়েজ হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি স্বপ্না বিশ্বাস। তৃণমূল নেত্রী স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের চাকরি চলে গেছে। শতাব্দী বিশ্বাস ভূগোলের শিক্ষিকা ছিলেন, ২০১৯ সাল থেকে মাসুন্দা বয়েজ হাইস্কুলের শিক্ষিকা ছিলেন।


















