এক্সপ্লোর
Baharampur Murder: জেরার মুখেও নির্লিপ্ত সুশান্ত, পরিকল্পনা করেই খুন বলে কবুল।Bangla News
বহরমপুরে কলেজছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় পুলিশি জেরার মুখেও নির্লিপ্ত অভিযুক্ত সুশান্ত চৌধুরী। পুলিশ সূত্রের খবর, জেরা চলাকালীন হাসতেই হাসতেই ওই যুবক জানিয়েছে, রীতিমতো পরিকল্পনা করেই কলেজছাত্রী সুতপা চৌধুরীকে খুনের ছক কষে। ভরসন্ধেয় ওই এলাকায় লোকজন থাকে জেনেই সকলকে ভয় দেখাতে এনেছিল খেলনা বন্দুক। পুলিশের দাবি, শনিবার থেকে বহরমপুরে ঘাঁটি গেড়েছিল সুশান্ত। এই সময়ে সে কোথায় ছিল, এই কাজে কেউ মদত দিয়েছিল কিনা, জানতে চাওয়ার পাশাপাশি, খেলনা বন্দুক ও ছুরি কোথা থেকে জোগাড় করেছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ।
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন



















