Bangladesh MP Murder: বাংলাদেশ সাংসদ খুনে পুলিশের স্ক্যানারে অ্যাপ ক্যাব চালক! ABP Ananda Live
নিউটাউনে বাংলাদেশের (Bangladesh MP Murder) সাংসদ খুনে চাঞ্চল্যকর তথ্য। এক ক্যাব চালককে জিজ্ঞাসাবাদে উঠে আসছে নতুন তথ্য। '৩০ এপ্রিল থেকে ভাড়া নেওয়া হয় একটি গাড়ি, ওই গাড়িতেই ১৩ মে বরানগর থেকে নিউটাউনে যান বাংলাদেশের সাংসদ। সঙ্গে ছিলেন ২ জন পুরুষ ও এক মহিলা। ১৪ মে ওই গাড়িতেই একটি ট্রলি ব্যাগ নিয়ে বেরিয়ে যান ৩ জন। যদিও সেই সময় দেখা যায়নি বাংলাদেশের সাংসদ আনোয়ার-উল-আজিমকে। বিকেলে ট্রলি সহ নিউটাউনের একটি মলের সামনে নেমে যান ৩ জন। তার আগে বেশ কিছুক্ষণ নজরুল তীর্থের সামনে দাঁড়িয়ে ছিল গাড়িটি', সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গাড়িটিকে, খবর সূত্রের। ট্রলিতে বাংলাদেশের (Bangladesh MP Death Investigation) সাংসদের দেহাংশ ছিল বলেই অনুমান পুলিশের। ১৪ তারিখ রাতেই বাংলাদেশে চলে যান আততায়ীরা, খবর সূত্রের। আজ ফের ক্যাব ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে পুলিশ। ক্যাব ড্রাইভারের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে, দাবি পুলিশ সূত্রের।