Malda News: মালদায় ফের গ্রেফতার বাংলাদেশি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: মালদায় ফের গ্রেফতার বাংলাদেশি । কালিয়াচকের শাবদালপুরে সীমান্ত এলাকা থেকে গ্রফতার যুবক। ধৃত জুয়েল রানা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা । গরু পাচারের উদ্দেশে ভারতে ঢোকে জুয়েল, অনুমান পুলিশের । বৈষ্ণবনগর সীমান্ত দিয়ে ঢুকে এলাকায় ঘোরাফেরা । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পুলিশের, গ্রেফতার যুবক
আরও খবর....
বালিগঞ্জ সার্কুলার রোডের অভিজাত আবাসনে আইনজীবীর অস্বাভাবিক মৃত্য়ু। মৃতের নাম কৌস্তভচন্দ্র দাস। ৫২ বছর বয়সি কলকাতা হাইকোর্টের ওই আইনজীবী শনিবার আবাসনের চারতলা থেকে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে আবাসনে থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর, বেশকিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই আইনজীবী। শারীরিক অসুস্থতার কারণে কাজেও যেতে পারছিলেন না। এই ঘটনায় বালিগঞ্জ থানায় অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন আইনজীবী।






















