Shanta Paul: ভিসার মেয়াদ শেষের পরেও, কীভাবে থাকছিলেন বাংলাদেশি মডেল?
ABP Ananda LIVE: কলকাতায় ধৃত বাংলাদেশি মডেল-অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদে মিলল চাঞ্চল্যকর তথ্য। ধৃত শান্তা পালের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল চলতি বছরই। কিন্তু তা সত্ত্বেও ভারতেই থেকে গিয়েছিলেন তিনি। জোগাড় করে ফেলেছিলেন, জোড়া আধার কার্ড, ভোটার কার্ড, প্য়ান কার্ড। প্রশ্ন উঠছে, কেন ভিসার মেয়াদ শেষের পরেও তাঁকে থাকতে দিল অভিবাসন দফতর? পদক্ষেপ নেওয়ার জন্য় পুলিশকে কি জানানো হয়েছিল? পুলিশ কি কোনও ব্য়বস্থা নিয়েছিল? এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, বেআইনিভাবে ভারতে থেকে, স্টার্ট আপ খোলারও প্রস্তুতি নিচ্ছিলেন শান্তা, সেই জন্য় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়ারও চেষ্টা করছিলেন তিনি।
SIR-প্রতিবাদে বিরোধীরা, কমিশনকে নিশানা রাহুলের
ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে এককাট্টা আন্দোলনে বিরোধীরা। আজ রাহুল গান্ধী হুঙ্কার ছেড়েছেন, "যেটা আমরা পেয়েছি সেটা একটা অ্যাটম বোমা। যখন ফাটবে নির্বাচন কমিশনকে দেখা যাবে না ভারতে। এখন আমাদের কাছে ওপেন অ্যান্ড শাট প্রমাণ রয়েছে যে, নির্বাচন কমিশন ভোট চুরিতে যুক্ত রয়েছে।" পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু বলছেন--- "উনি যখন জেতেন তখন সব ভাল। আর হেরে গেলে নির্বাচন কমিশনের মাথায় দোষ চাপিয়ে দেয়।" বিহারে ২২ বছর পর, ভোটের ঠিক মুখে, নির্বাচন কমিশনের এই বিশেষ কর্মসূচিই জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে! নির্বাচন কমিশন দাবি করছে, রুটিন পদক্ষেপ। তাদের পাশে দাঁড়িয়ে বিজেপি বলছে, ভেজাল মুক্ত ভোটার তালিকার স্বার্থেই এই পদক্ষেপ। আর বিরোধীদের দাবি, বিজেপিকে জেতাতে এটা নির্বাচন কমিশনের মরিয়া চেষ্টা। বর্তমানে দেশের মুখ্য় নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। যিনি অমিত শাহের আস্থাভাজন বলেই দাবি বিরোধীদের। এই প্রেক্ষাপটে রাহুল গান্ধীকেও বলতে শোনা গেছে--- "নির্বাচন কমিশনে যারা এই কাজ করছে একেবারে ওপর থেকে নীচ পর্যন্ত, একটা মনে রাখবেন আপনাকে আমরা ছাড়ব না। যাই হয়ে যাক, আমরা আপনাকে ছাড়ব না। কারণ আপনারা ভারতের বিরুদ্ধে কাজ করছেন।" পাল্টা কিরেণ রিজিজুও বলেছেন, "রাহুল গান্ধী বারবার সাংবিধানিক সংস্থাগুলিকে হুমকি দিয়েছেন। এটা ছেলেমানুষি নয়, এটা ভয়ঙ্কর।"


















