Baranagar News: বরানগরে ভুয়ো নথি দেখিয়ে চলছে বালি তোলার কাজ ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বরানগরে ভুয়ো নথি দেখিয়ে চলছে বালি তোলার কাজ! ৩১ নম্বর ওয়ার্ডে TMC ওয়ার্ড অফিসের সামনেই চলছে অবৈধ কাজ! পোর্ট ট্রাস্টের ভুয়ো কাগজ দেখিয়ে কুঠিঘাট এলাকায় গঙ্গা থেকে় অবাধে বালি তোলার অভিযোগ । পোর্ট ট্রাস্টের অনুমতি নিয়েই বালি তোলা হচ্ছে, দাবি অবৈধ কারবারীদের । 'প্রতি রাতেই খড়দা থেকে বালতি করে বালি তোলা হয়' । তারপরে ব্রিজ পেরিয়ে সেই বালি আসে কুঠিঘাটে, দাবি শ্রমিকদের । বেআইনি কাজ চললে প্রশাসন ব্যবস্থা নেবে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বর । গঙ্গা থেকে বালি তোলার অনুমতি নেওয়া হয়েছে কিনা জানা নেই, মন্তব্য প্রশাসনের । পোর্ট ট্রাস্ট এইরকম কোনও অনুমতি দেয় না, জানান কেন্দ্রীয় জাহাজ ও জলপথ পরিবহণ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর
আরও খবর...
কালীগঞ্জের মোলান্ডিতে নাবালিকাকে খুনের অভিযোগে আরও ১ জন গ্রেফতার । ধৃতের নাম আবুল কাসেম শেখ। আজ তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হবে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ১০ জন। ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয়োল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু বালিকার। ২৪ জনের নামে FIR দায়ের করে নাবালিকার পরিবার, এখনও অধরা ১৪।



















