Barrackpore Incident: রাতের অন্ধকারে যুবককে রাস্তায় ফেলে ব্যাপক মারধর ব্যারাকপুরে, দল না দেখে পুলিশি তদন্তের আশ্বাস পুরপ্রধান উত্তম দাসের
ABP Ananda Live: ব্যারাকপুরে রাতের অন্ধকারে যুবককে রাস্তায় ফেলে ব্যাপক মারধর। ঘটনার পরে রক্তাক্ত অবস্থায় ওই যুবক রাস্তার ওপরেই বেশ খানিকক্ষণ পড়ে ছিল বলে অভিযোগ। পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারধরের পিছনে স্থানীয় তৃণমূলকর্মী সাদ্দাম, অভিযোগ আক্রান্তের। তদন্তে ব্যারাকপুর থানার পুলিশ। দল না দেখে পুলিশ তদন্ত করবে, আশ্বাস ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাসের।
অন্যদিকে, তৃতীয় দিনে সুর কিছুটা নরম হলেও, চোপড়ায় তরুণীকে নিয়ে বক্তব্য়ে অনড় রইলেন তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। বুধবার ফের বললেন, মহিলাটা অন্যায় করেছে। এদিকে, চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে যুগলকে মারধরের ঘটনায় আমিরুল ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করেছে চোপড়া থানার পুলিশ।
হাইকোর্টের নির্দেশে জেল থেকে ছাড়া পেলেন হাওড়ার শিবপুরের তৃণমূল কর্মী এরশাদ সুলতান। খাদ্য়প্রক্রিয়াকরণমন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় পোস্ট করায় কুরুচিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বুধবার বিকেল পাঁচটার মধ্য়ে তৃণমূল কর্মীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।