Baruipur News: শিলিগুড়ির বাসিন্দার নাম চম্পাহাটির ভোটার তালিকায় ! এমন ভূতুড়েকাণ্ড ঘটল কীভাবে? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েত এলাকার ভোটার তালিকায় ভূতুড়েকাণ্ড! মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দার নাম উঠেছে অঞ্চলের ভোটার তালিকায়। একই ফোন নম্বরে তোলা হয়েছে চার-পাঁচজনের নাম। এমন ভূতুড়েকাণ্ড ঘটল কীভাবে? বিষয়টি বিডিওকে জানিয়েছেন প্রধান। সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।
প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ নিহত চিকিৎসকের বাবা-মা
৭ মাস হয়ে গেছে, কিন্তু এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাননি আর জি কর হাসপাতালের তরুণীর চিকিৎসকের মা-বাবা। এনিয়ে ফের একবার প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন তাঁরা। আর জি কর হাসপাতাল সূত্রে খবর, বিষয়টি সমাধানের জন্য়, শুক্রবারই স্বাস্থ্য় অধিকর্তাকে চিঠি লিখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার এবিষয়ে জানানো হবে।
ভবানীপুর থেকে আমতা, সরকারি দফতরের অভিযানে জাল ওষুধের গোডাউন তো সামনে আসছে। কিন্তু জাল ওষুধ তৈরি হচ্ছে কোথায়? কোথায় কোথায় গড়ে উঠেছে মারণ ওষুধের কারখানা? রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর, এবার তার সন্ধানেই অভিযানে নামতে চলেছে তারা। কোন কোন ডিস্ট্রিবিউটরের কাছে জাল ওষুধ পৌঁছেছে, আমতা থেকে ধৃত ওষুধ ব্যবসায়ীকে জেরা করে তাও জানার চেষ্টা চলছে।

















