(Source: ECI/ABP News/ABP Majha)
CV Ananda Bose: '..মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন', হাইকোর্টে সওয়াল মুখ্যমন্ত্রীর আইনজীবীর
CV Ananda Bose Defamation Case: হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলা। অন্তর্বর্তী নির্দেশ চেয়ে দাখিল করা রাজ্যপালের আবেদনের শুনানি শেষ, রায়দান স্থগিত, 'মুখ্যমন্ত্রী-সহ তৃণমূল নেতাদের সম্মানহানিকর মন্তব্য থেকে বিরত করুক আদালত', হাইকোর্টে অন্তর্বর্তী আবেদন করেন রাজ্যপাল। রাজ্যপালের সম্মানহানি হয়, এমন কোনও মন্তব্য করা হয়নি, সওয়াল মুখ্যমন্ত্রীর আইনজীবীর। যদি সম্মানহানি না হয়ে থাকে তবে অন্তর্বর্তী নির্দেশ জারির প্রয়োজন নেই'। 'যদি মূল অভিযোগ সত্য বলে প্রমাণ হয় তবে জনগণের সেটা জানা প্রয়োজন। একজন জনপ্রতিনিধির অভিযোগ, তিনি রাজ্যপালের কারণে তাঁর দায়িত্ব পালন করতে পারছেন না', এটাতে কীভাবে সম্মানহানি হয়? প্রশ্ন মুখ্যমন্ত্রীর আইনজীবীর। 'রাজভবনে যে ঘটনা ঘটেছে বলে অভিযোগ, সেটা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেটা তো রাজ্যপাল কোথাও চ্যালেঞ্জ করেননি। মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি অভিযোগ পেয়েছেন মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। হাইকোর্টে সওয়াল মুখ্যমন্ত্রীর আইনজীবীর।
'বিভিন্ন বিল নিয়ে রাজ্য-রাজ্যপালের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। তাই রাজ্যপালের বিরুদ্ধে এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও বিদ্বেষমূলক। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানাতে পারতেন যে তিনি রাজভবনে যেতে ভয় পাচ্ছেন'। সেটা তিনি করেননি, সওয়াল রাজ্যপালের আইনজীবীর। 'সবাই বলছেন, তাঁরা বিভিন্ন ব্যক্তি বা মহিলাদের থেকে অভিযোগ পেয়েছেন। জানতে পেরেছেন, রাজভবনে কী ঘটনা ঘটেছিল। তাই তাঁরা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। কিন্তু সেই ব্যক্তি বা মহিলা কারা? কেউ নেই। কারও এই ধরণের অভিযোগ সম্পর্কে ব্যক্তিগত জ্ঞান নেই', হাইকোর্টে সওয়াল রাজ্যপালের আইনজীবীর। ABP Ananda LIVE