Bengal Cricketer: জিম করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাংলার তরুণ ক্রিকেটারের
ABP Ananda LIVE: স্বপ্ন ছিল রঞ্জি খেলার। স্বপ্ন ছিল টিম ইন্ডিয়ার সদস্য হওয়ার। কিন্তু মাত্র ২২ বছরেই শেষ হয়ে গেল ২২ গজে খেলার স্বপ্ন। জিম করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তরুণ ক্রিকেটারের। মৃত বাংলার ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ। শোাকাহত পরিবার সহ ক্রিকেটমহলও। ২০১৮-১৯-তে সিএবির আন্তঃ জেলা অনূর্ধ্ব ১৬ টুর্নামেন্টে সর্বোচ্চ স্কোরার ছিলেন প্রতিশ্রুতিমান প্রিয়জিৎ। মৃত্যু প্রতিশ্রুতিমান প্রিয়জিতের।
এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা তকমা ! কী বললেন কুণাল ঘোষ ?
বাংলা ভাষাকে 'বাংলাদেশি' ভাষার তকমার অভিযোগ, দিল্লি পুলিশকে নিশানা মুখ্যমন্ত্রীর।'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন দিল্লি পুলিশ বাংলাকে বাংলাদেশি ভাষা বলছে!'।'যে ভাষায় জাতীয় সঙ্গীত, সেই ভাষাকেই বাংলাদেশি ভাষার তকমা'।এটা অপমানজনক, দেশ ও সংবিধান বিরোধী, এক্স পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ।'এই বাংলা বিরোধী সরকারের বিরুদ্ধে সবাই পথে নামুন'। 'বাঙালিদের অপমান করতে এই ধরনের অসাংবিধানিক ভাষার ব্যবহার'। বাংলা ভাষাকে 'বাংলাদেশি' ভাষার তকমার অভিযোগ, এবার সোচ্চার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ধৃতদের থেকে উদ্ধার নথি, তর্জমা করতে অনুবাদক চেয়ে বঙ্গভবনে চিঠি পুলিশের। 'বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার পর এবার বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে দিল্লি পুলিশ'। 'এটা কোনও ভুল নয়, বাংলাকে বদনামের পরিকল্পিত চক্রান্ত'। বাংলা ভাষাকে 'বাংলাদেশি' তকমার অভিযোগ, কড়া আক্রমণ ব্রাত্যর।


















