Bhangar News:ভাঙড়ে পাশাপাশি ২ প্রতিদ্বন্দ্বী,যৌথ সাংবাদিক বৈঠকে এলাকা থেকে সওকত মোল্লাকে হঠানোর ডাক
ABP Ananda Live: বিধানসভা ভোটের আগে ভাঙড়ে তৃণমূলে আরও তীব্র গোষ্ঠীকোন্দল । ভাঙড়ে পাশাপাশি ২ প্রতিদ্বন্দ্বী আরাবুল ইসলাম ও কাইজার আহমেদ । যৌথ সাংবাদিক বৈঠকে এলাকা থেকে সওকত মোল্লাকে হঠানোর ডাক । 'এলাকায় খুন, রাহাজানি, তোলাবাজির রাজনীতি চালাচ্ছেন সওকত মোল্লা'। সওকতই ভাঙড়কে অশান্ত করে রেখেছে'। দাবি আরাবুল ও কাইজারের । তাঁর অফিসে হামলার নতুন ভিডিও সামনে এনে সওকতকে নিশানা কাইজারের ।সওকত মোল্লার প্রতিক্রিয়া এখনও মেলেনি।
SIR-এর বিরুদ্ধে মঙ্গলবার মেগা র্যালি তৃণমূলের, মিছিলে হাঁটবেন মমতা-অভিষেক
SIR-এর বিরুদ্ধে মেগা র্যালি তৃণমূল কংগ্রেসের। আগামী মঙ্গলবার দুপুর দেড়টায় এনিয়ে পথে নামছে তৃণমূল কংগ্রেস। রেড রোডে আম্বেডকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো পর্যন্ত হবে মিছিল। মিছিলে হাঁটবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, যেদিন বিএলওরা অফিসিয়ালি কাজ শুরু করবেন, সেই দিনটিই বেছে নিয়েছে তৃণমূল। মিছিলে কলকাতা এবং সংলগ্ন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা শামিল হবেন বলে জানা গেছে।
এসআইআর নিয়ে ক্রমশ রাজনৈতিক পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। শাসক-বিরোধী উভয়পক্ষই একে অপরকে নিশানা করছে এনিয়ে। এই পরিস্থিতিতে কাল SIR নিয়ে বিভিন্ন স্তরের ১৮ হাজার নেতা ও পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, BLO-দের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে BLA-দের। এক মিনিটের জন্যেও BLO-দের ছাড়বেন না। কোনওরকম অনৈতিক কাজ BLO-রা করলে BLA-দের বাড়তি নজরদারি রাখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের এই বার্তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।



















