Biman Banrjee: প্রিভিলেজ কমিটি যা করার করবে, আমার কিছু করার নেই : বিমান বন্দ্যোপাধ্যায়
ABP Ananda Live: শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস ঘিরে বুধবার উত্তপ্ত বিধানসভা চত্তর । মঙ্গলবার শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ আনে তৃণমূলের মন্ত্রী বিধায়করা । তা গ্রহণ করে প্রিভিলেজ কমিটিতে পাঠালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ।তা নিয়েও প্রতিবাদ বিক্ষোভ দেখাল বিজেপি । মঙ্লবার প্রথমবার স্বাধিকারভঙ্গের নোটিশটি পাঠ করেন স্পিকার । তিনি বলেন,' এটি প্রিভিলেজ কমিটিতে পাঠানো হল,তারা তদন্ত করে রিপোর্ট দেবে ।সেই রিপোর্টের ভিত্তিতে পদক্ষেপ করা হবে।শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ' বিরোধী দলনেতাকে এইবার ৯ বার হচ্ছে তাঁর বিরুদ্ধে প্রিভিলেজ আনা হল, ৮ বার সাসপেন্ড করা হয়েছে । আমরা তার প্রতিবাদ করে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাদের কথা বলতে দেওয়া হয়নি।' শুভেন্দু অধিকারী বলেন, যা খুশি করতে পারেন। সাড়ে ৮ মাস সাসপেন্ড করেছেন। আমি হাইকোর্ট গিয়ে আপনাকে সাসপেনশন তুলতে বাধ্য করিয়েছি, আপনার দয়ায় নয় ।'




















