TMC Inner Clash: অনুব্রত মণ্ডলের গ্রামেই TMC-র গোষ্ঠীকোন্দল, জেলা সভাপতির অনুগামীদের মারধরের অভিযোগ
ABP Ananda LIVE: এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)গ্রামেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল(tmc inner clash)। নানুরের হাটসেরান্দি গ্রামে বীরভূমের(Birbhum) তৃণমূল জেলা সভাপতির অনুগামীদের পেটানোর অভিযোগ উঠল দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। একজন আহত হন। অনুব্রতর জেলযাত্রার পরেই হাটসেরান্দিতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী গ্রামছাড়া হন। জেলমুক্তির পর অনুব্রত হাটসেরান্দি যান। ওইদিনই জেলা সভাপতিকে প্রণাম করে গ্রামে ফেরেন ঘরছাড়া তৃণমূল কর্মীরা। অভিযোগ, অনুব্রত ফিরে যেতেই তাঁর অনুগামীদের প্রথমে হুমকি ও পরে মারধর করা হয়। নানুর বিধানসভার দায়িত্বে রয়েছেন কাজল শেখ। জেলা রাজনীতিতে তিনি অনুব্রত-বিরোধী বলে পরিচিত। বিজেপির দাবি, তৃণমূল মানেই কাটমানির ভাগাভাগি নিয়ে কোন্দল। অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খান স্বীকার করেছেন এটা দলেরই গোষ্ঠীদ্বন্দ্ব।
আর জি কর মেডিক্যালের হাউসস্টাফ আশিস পাণ্ডে গ্রেফতার। জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য প্রমাণ মিলেছে, সিবিআই সূত্রে খবর।আর জি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের দিন হোটেল বুক করেছিলেন। চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সকালে সেমিনার রুমের সামনে দেখা যায় আশিস পাণ্ডেকে।