Visvabharati University : হাইকোর্টের নির্দেশের ২৪ ঘণ্টা পরও খুলল না বিশ্বভারতীর হস্টেল।Bangla News
হাইকোর্টের নির্দেশের ২৪ ঘণ্টা পরও খুলল না বিশ্বভারতীর হস্টেল। টানা ১০ দিন ধরে অবস্থানে বিক্ষোভকারী পড়ুয়ারা। একদিকে, রেজিস্ট্রারের অফিসের বাইরে চলছে অবস্থান বিক্ষোভ। অন্যদিকে, সেন্ট্রাল অফিসের বাইরে দাঁড়িয়ে বিশ্বভারতীর কর্মীরা। সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল অফিস, হস্টেলগুলিতে তালা ঝুলছে। বিশ্বভারতী চত্বরে মোতায়েন রয়েছে পুলিশ। বিশ্বভারতীর কর্মীদের অভিযোগ, ভিতরে ঢুকতে পারছেন না। বিক্ষোভকারী পড়ুয়াদের পাল্টা দাবি, আন্দোলনকে বদনাম করতে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ অমান্য করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। গতকাল হাইকোর্ট ২ বিক্ষোভকারী পড়ুয়া, বিশ্বভারতী কর্তৃপক্ষের ৬ প্রতিনিধি ও শান্তিনিকেতন থানার ২ পুলিশ কর্মীর উপস্থিতিতে সমস্ত হস্টেলের তালা খুলে দেওয়ার নির্দেশ দেয়।


















