Awas Yojona: 'দিদিমণি সঠিক তালিকা পাঠালে বলতাম বাংলায় কাঁচা বাড়ি নেই', আবাস যোজনা নিয়ে আক্রমণ BJP-র
BJP News: ফের বিতর্কের কেন্দ্রে আবাস যোজনা। এবার কাটোয়ায় আবাস যোজনাকে কেন্দ্র করে শুরু বিতর্ক। 'হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙিতে ২০০ পরিবারের বাস, আবাসে নাম নেই কারও'। ''বিডিও অফিসে আবেদন সত্ত্বেও নাম ওঠেনি আবাস যোজনার তালিকায়'। অভিযোগ হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙি গ্রামের বাসিন্দাদের। ২০১৭-১৮ সালে তৈরি তালিকায় ধুমসাডাঙি গ্রামের কারও নাম নেই, স্বীকার বিডিও-র। অনেকে আবেদনপত্র জমা দিয়েছেন, কিন্তু নতুন করে তালিকায় নাম ঢোকানো সম্ভব নয়। 'দিদিমণি সঠিক তালিকা পাঠালে বলতাম বাংলায় কাঁচা বাড়ি নেই', আবাস যোজনা নিয়ে আক্রমণ BJP-র।
৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব ঘিরে জম্মু-কাশ্মীর বিধানসভায় হাঙ্গামা। ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে তুমুল হাঙ্গামা, ধস্তাধস্তি। দু'পক্ষে তরজা, উত্তপ্ত বিধানসভার অভ্যন্তর। ৩৭০ ধারা পুনর্বহালের প্রস্তাব নিয়ে ফের উত্তাল হল জম্মু-কাশ্মীর বিধানসভা। এদিন শাসক ও বিরোধী বিধায়করা রীতিমত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন। এদিন বিজেপি বিধায়ক সুনীল শর্মার বক্তৃতার সময়, বিধায়ক শেখ খুরশিদরা ৩৭০ ধারা পুনর্বহালের দাবি জানায়। স্পিকার ১৫ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দেন।