Loksabha Election Result: আজ থেকেই সরকার গঠনের তোড়জোড় শুরু বিজেপির | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের দাপট। সবুজ ঝড়ে ধরাশায়ী হল গেরুয়া শিবির। বহরমপুরে রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠানের কাছে হারলেন পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরী। বর্ধমান-দুর্গাপুরে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের কাছে পরাজিত হলেন দিলীপ ঘোষ। মুর্শিদাবাদে হারলেন মহম্মদ সেলিম। দাগ কাটতে পারলেন না সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর, সায়ন বন্দ্যোপাধ্যায়, প্রতিকূর রহমানরা।
বিধানসভার পর লোকসভা ভোটেও বাংলায় বিপর্যয় হল বিজেপির। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে সবুজ-ঝড়ে ফিকে হয়ে গেল গেরুয়া রং। দেশজুড়েও চারশো পারের স্বপ্ন পূরণ হল না নরেন্দ্র মোদি-অমিত শাহদের। NDA-কে থামতে হল তিনশোর আগেই। বাহান্ন থেকে এক লাফে কংগ্রেস পৌঁছে গেল, একশোর দোরগোড়ায়। বাংলার পাশের রাজ্য় ওড়িশার বিধানসভা ভোটে অবশ্য় ভাল ফল করেছে বিজেপি। নবীন পট্টনায়েকের BJD-কে হারিয়ে তারা রাজ্য়ে ক্ষমতায় আসতে চলেছে। অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরতে চলেছেন চন্দ্রবাবু নায়ডু।