(Source: ECI/ABP News/ABP Majha)
Dilip Ghosh: 'আমরা ভোট করাতে জানি না', আক্ষেপ দিলীপ ঘোষের। ABP Ananda Live
ABP Ananda Live: 'আমরা ভোট করাতে জানি না', আক্ষেপ দিলীপ ঘোষের। ভোটে বিপর্যয়ের জন্য কারণ খুঁজলেন দিলীপ ঘোষ। তিনি কর্মীদের অনভিজ্ঞতাকে দায়ী করলেন ভোটে বিপর্যয়ের জন্য। আত্মতুষ্টির কোনও জায়গা নেই'। '২০১৫-য় ধর্মতলায়(Dharmatala) মিটিং করে বলেছিল, ভাগ মমতা ভাগ'। 'আজ বাংলার মানুষ নরেন্দ্র মোদিকে হারিয়ে উচিত শিক্ষা দিয়েছে'। 'বিজেপির নেতারা তৃণমূলের সঙ্গে লড়াইয়ে না পেরে ১০০ দিনের টাকা বন্ধ করেছে'। 'গরিব মানুষের মাথার ছাদ কেড়ে নিয়েছে'। 'বাংলার মানুষ বিজেপিকে (BJP)উচিত শিক্ষা দিয়েছে'। 'বিজেপি নেতারা বলেছিল, তৃণমূলকে টাইট দেবে'। ''বিজেপি (BJP)বলেছিল 'আব কি বার, ৪০০ পার''। 'বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়'(Mamata Banerjee)। 'বিজেপির কাছে সিবিআই(CBI), ইডি(ED), অর্থ আছে, তৃণমূলের আছে জনগণের শক্তি'। '২০১৪ থেকে সিবিআই-ইডিকে ব্যবহার করে তৃণমূলকে ছোট করতে চেয়েছে'। 'কিন্তু বিজেপি নেতার আসলে বাংলাকে ছোট করেছে'। 'সন্দেশখালিকে হাতিয়ার করে বাংলাকে অপমান করেছে বিজেপি'। 'সেই সন্দেশখালি থেকে তৃণমূল ৩ লক্ষের বেশি ভোটে জিতেছে তৃণমূল'। 'এই লড়াই থেকে তৃণমূল এক ইঞ্চি সরেনি, এক ছটাক জমি ছাড়বে না'।