Sajal Ghosh: দুর্গাপুজো সরকারি কার্নিভালের পাল্টা উত্তর কলকাতায় কার্নিভাল করার ইচ্ছে প্রকাশ সজলের
ABP Ananda Live: বিধানসভা নির্বাচনের আগে বাঙালির দুর্গাপুজো ঘিরেও তপ্ত হল রাজনীতি। এবার, দুর্গাপুজোয় সরকারি কার্নিভালের পাল্টা উত্তর কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল করার ইচ্ছে প্রকাশ করলেন বিজেপি কাউন্সিলর ও সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির অন্য়তম উদ্য়োক্তা সজল ঘোষ। যদিও একেবারে স্থানীয় স্তরে এই কার্নিভাল আয়োজনের ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। তারপরও এতে রাজনীতির আভাস পাচ্ছে তৃণমূল।
ভোর রাতে ভয়ঙ্কর ভূমিকম্প রাশিয়ায়, একের পর এক দেশে বিধ্বংসী সুনামি সতর্কতা, তছনছ হতে পারে উপকূল
ভোর রাতে ভয়ঙ্কর ভূমিকম্প রাশিয়ায়। দেশের পূর্ব উপকূলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প । রিখটার স্কেলে মাত্রা ছিল ৮ দশমিক ৭ । ভূমিকম্পের পর জারি করা হয়েছে হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা । বুধবার (৩০ জুলাই) ভোর রাতে রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।ভূমিকম্পের পরে প্রশান্ত মহাসাগরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান সহ অন্যান্য দেশে আঘাত আছড়ে পড়তে পারে দৈত্যাকার ঢেউ । সংবাদ সংস্থা এএফপি অনুসারে, মার্কিন সুনামি কেন্দ্র জানিয়েছে যে হাওয়াই এবং রাশিয়ায় তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ভয়াবহ।


















