Samik on Panagarh : 'রাজ্যে আইনের শাসন নেই, বারবার প্রতিষ্ঠিত', পানাগড়ের ঘটনায় আক্রমণ শমীকের
ABP Ananda LIVE : 'রাজ্যে আইনের শাসন নেই, বারবার প্রতিষ্ঠিত। পুলিশকে কেউ ভয় পায় না। প্রশাসন যে আছে তা দুষ্কৃতীরা মনেই করে না', পানাগড়ের ঘটনায় আক্রমণ শমীকের। রেষারেষিতে দুর্ঘটনার তত্ত্ব পুলিশের, মানতে নারাজ তরুণীর পরিবার। ইভটিজিং করে ধাওয়া করার জন্যেই দুর্ঘটনা, অভিযোগ পরিবারের। পুলিশের দাবিতে অনেক কিছু আড়ালের চেষ্টা দেখছে পরিবার। 'হাজার টাকা করে কন্যাশ্রী দিচ্ছে, কন্যাশ্রী নেবে কে? লক্ষ্মীরাই যদি চলে যায়, লক্ষ্মীর ভাণ্ডার নেবে কে? মহিলাদের সুরক্ষা কোথায়? কিছু না হলে কেন উধাও ঘাতক গাড়ির চালক ?' পুলিশের রেষারেষিতে দুর্ঘটনার তত্ত্ব খারিজ করে প্রশ্ন মৃতার মায়ের।
WB News Live: 'লক্ষ্মীরাই যদি চলে যায়, লক্ষ্মীর ভাণ্ডার নেবে কে?', পুলিশের তত্ত্ব খারিজ করে প্রশ্ন পানাগড়কাণ্ডে মৃতার মায়ের
রেষারেষিতে দুর্ঘটনার তত্ত্ব পুলিশের, মানতে নারাজ তরুণীর পরিবার। ইভটিজিং করে ধাওয়া করার জন্যেই দুর্ঘটনা, অভিযোগ পরিবারের। পুলিশের দাবিতে অনেক কিছু আড়ালের চেষ্টা দেখছে পরিবার। 'হাজার টাকা করে কন্যাশ্রী দিচ্ছে, কন্যাশ্রী নেবে কে? লক্ষ্মীরাই যদি চলে যায়, লক্ষ্মীর ভাণ্ডার নেবে কে? মহিলাদের সুরক্ষা কোথায়? কিছু না হলে কেন উধাও ঘাতক গাড়ির চালক ?' পুলিশের রেষারেষিতে দুর্ঘটনার তত্ত্ব খারিজ করে প্রশ্ন মৃতার মায়ের।




















