BJP News: 'ক্ষমতায় এলেই মহিলাদের মাসে ২৫০০ টাকা, ৫০০ টাকায় গ্যাস,' প্রতিশ্রুতি শুভেন্দুর
ABP Ananda Live: ভোটের আগে খয়রাতির পাল্টা খয়রাতি। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপির। ক্ষমতায় এলেই মহিলারা পাবেন মাসে আড়াই হাজার টাকা, সেই সঙ্গে ৫০০ টাকায় রান্নার গ্যাস, বাসে ফ্রি যাতায়াত। দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।
ভোটের আগে খয়রাতির পাল্টা খয়রাতি। লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপির। ক্ষমতায় এলেই মহিলারা পাবেন মাসে আড়াই হাজার টাকা, সেই সঙ্গে ৫০০ টাকায় রান্নার গ্যাস, বাসে ফ্রি যাতায়াত। দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম। আর সারাজীবন চলবে।' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মহিলাদের জন্য় আড়াই হাজার টাকা। ৫০০ টাকার গ্য়াস। সরকারি বাসে মহিলাদের ফ্রি। ' কেউ বলেন, ভেট দিয়ে ভোট কেনা। কেউ আবার বলেন 'জনমুখী প্রকল্প'। যে যাই বলুক না কেন, ভোটের আগে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি বা ভেট দেওয়ার রেওয়াজ নতুন নয়। এক সময় যা সীমাবদ্ধ ছিল দক্ষিণের রাজ্যগুলিতে, এখন তা গ্রাস করেছে গোটা দেশকে।



















