Akhil Giri: বিতর্কের কেন্দ্রে অখিল গিরি, গ্রেফতারি চাইল বিজেপি। ABP Ananda Live
BJP News: তাজপুরে উচ্ছেদ অভিযানে বিতর্কিত মন্তব্য অখিল গিরির। এলাকায় হাজির মহিলা সরকারি আধিকারিকের উদ্দেশ্যে অপমানসূচক মন্তব্য কারামন্ত্রীর। 'আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন'। 'এরপর এলে এলাকা থেকে ফিরতে পারবেন না'। বন দফতরের জায়গায় বসে থাকা ব্যবসায়ীদের তুলতে অভিযান শুরু হয় সকালে। বন দফতরের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যবসায়ীরা। স্থানীয় সেই বিক্ষোভকে সমর্থন করেন স্থানীয় বিধায়ক ও কারামন্ত্রী অখিল গিরি। অভিযানে যাওয়া বন দফতরের আধিকারিকদের শাসানি মন্ত্রীর। মানুষের সঙ্গে মিলেমিশে না চললে আপনার আয়ু বড়জোর ১৫ দিন, বন দফতরের আধিকারিকদের হুঁশিয়ারি মন্ত্রীর। 'কারামন্ত্রীর আচরণের তীব্র বিরোধিতা করছি', বললেন কুণাল ঘোষ। অখিল গিরির গ্রেফতারি চাইল বিজেপি।
আরও খবর,
মৃত্যুপুরী কেরলের ওয়েনাড, ধস, বৃষ্টিতে তছনছ গোটা এলাকা। মৃতের সংখ্যা সাড়ে ৩০০ পেরিয়ে গেল। চুড়ালমালা, মুন্ডাক্কাইতে জোরকদমে চলছে উদ্ধারকাজ। এখনও ওয়েনাডে ৩০০ জনের উপর নিখোঁজ। এখনও পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।