Sukanta Majumdar: 'সরকারটাই ফচকে হয়ে গিয়েছে', ফিরহাদকে আক্রমণ সুকান্তর
ABP Ananda LIVE: সবকিছুই উনি ছোট বা পুঁচকে দেখছেন। সরকারটাই ফচকে হয়ে গিয়েছে, ফিরহাদের মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ সুকান্ত মজুমদারের। মন্তব্য সুকান্ত মজুমদারের
আরও খবর...
বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় ফোনে হুমকিকাণ্ডে আজ অনুব্রত মণ্ডলকে তলব বোলপুরের এসডিপিও অফিসে হাজিরার নির্দেশ । সকাল ১১টায় হাজিরার কথা ছিল, ডেডলাইন পেরোলেও সশরীরে হাজিরা দেননি অনুব্রত । অনুব্রতর বদলে এসডিপিও অফিসে গেলেন কেষ্টর ৫ আইনজীবী । কেষ্টর আইনজীবীরা এসডিপিও অফিস ঘুরে যাওয়ার পর বৈঠকে পুলিশ আধিকারিকরা । সৌজন্য-সাক্ষাৎ, প্রতিক্রিয়া অনুব্রতর আইনজীবীদের । দুটি জামিন অযোগ্য ধারা সহ মোট ৪টি ধারায় মামলা কেষ্টর বিরুদ্ধে । কেষ্টর বিরুদ্ধে পুলিশের FIR, অফিসে গিয়ে হাজিরার নোটিস । কদর্যভাষায় বোলপুর থানার IC-কে হুমকি, ক্ষমা চেয়েই সাতখুন মাফ? গতকাল থেকে কেষ্টকে গ্রেফতারের দাবি তুলছেন বিরোধীরা । অনুব্রত মণ্ডলকে নিয়ে কোনও কড়া পদক্ষেপ নেবে পুলিশ?


















