BJP News: 'পশ্চিমবঙ্গের মর্যদা ভূলুণ্ঠিত', আইনশৃঙ্খলা ইস্যুতে ফের রাজ্য সরকারকে আক্রমণ শুভেন্দুর
ABP Ananda Live: 'পশ্চিমবঙ্গের মর্যদা ভূলুণ্ঠিত।রা জ্যের আনাচেকানাচে বেপরোয়া ধর্ষকদের দাপট।এ রাজ্যে ধর্ষণে শাস্তি কার্যকর হয় না'। মন্তব্য শুভেন্দুর। 'পশ্চিমবঙ্গের মর্যদা ভূলুণ্ঠিত'। 'রাজ্যে অপদার্থ পুলিশমন্ত্রী'। 'বাংলায় নিরাপদ নয় মহিলারা'। 'রাজ্যে নারীরা ধর্ষিত হচ্ছেন'। 'গতবছর অভয়া বোনকে ধর্ষণ করে খুন'। 'কালিয়াগঞ্জ, রাজগঞ্জেও ধর্ষণের অভিযোগ উঠে এসেছে'।আইনশৃঙ্খলা ইস্যুতে ফের রাজ্য সরকারকে আক্রমণ শুভেন্দুর
Durgapur Doctor Molestation: 'ফোন কেড়ে, পথ আটকে, ফাঁকা জায়গায় নিয়ে...' দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে নিগ্রহ!
গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ ক্যাম্পাসের বাইরে সহপাঠীর সঙ্গে খেতে যান ওই ছাত্রী। অভিযোগ, ফেরার সময় ২-৩ জন যুবক তাঁদের পথ আটকায়। একজন ডাক্তারি পড়ুয়ার মোবাইল ফোন কেড়ে নেয়। আরেকজন তাঁকে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে নির্যাতিতার সঙ্গী তাঁকে ওই মেডিক্যাল কলেজেই ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, গণধর্ষণের অভিযোগে তদন্ত চলছে। নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে নির্যাতিতার সঙ্গীর ভূমিকাও।
সূত্রের খবর পরে নির্যাতিতার সঙ্গীই তাঁকে হাসপাতালে ভর্তি করেন। নির্যাতিতার মা-বাবা ওড়িশা থেকে দুর্গাপুরে এসেছেন। পুলিশ জানিয়েছে, গণধর্ষণের অভিযোগ পেয়ে তদন্ত চলছে।নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


















