Suvendu Adhikari: 'এ লড়াই টিকে থাকার লড়াই, যার যা সাহায্য লাগে করব', শুভেন্দুর হিন্দু-হুঙ্কার
ABP Ananda Live: হিন্দুদের উপর হামলার অভিযোগে এবার রামপুরহাটে শুভেন্দু। রুখে দাঁড়ানোর ডাক। সাঁইথিয়ায় বিশাল জমায়েতের হুঙ্কার। তমলুকের পর হলদিয়া। রবিবার শুভেন্দুর মিছিল-সভায় হাইকোর্টের অনুমতি। দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শব্দবিধি মেনে কর্মসূচিতে সম্মতি। বছর ঘুরলেই ভোট। ১৮০ আসনের টার্গেট নিয়ে শুভেন্দুকে পাল্টা আক্রমণে তৃণমূল। ট্র্যাক রেকর্ড ধরলে ৬৮টি পেতে পারে বলে কটাক্ষ দেবাংশুর।
পাইপ লাইনে ফাটলের জেরে হাওড়াতে জলসঙ্কট আরও তীব্র চেহারা নিল
পাইপ লাইনে ফাটলের জেরে হাওড়াতে জলসঙ্কট আরও তীব্র চেহারা নিল। মেরামতির কাজের মধ্যে মাটির ধস নামার কারণে সারানো পাইপ আবার ফেটে গেছে। বুধবার রাত থেকে উত্তর হাওড়া ও শিবপুরের বাইশটি ওয়ার্ডে এখনও জল সরবরাহ বন্ধ। এই গরমের মধ্যে চরম ভোগান্তির শিকার অন্তত দু'লক্ষ মানুষ। বিকল্প পাইপ লাইনের সাহায্যে চলছে সমাধানের চেষ্টা।
হাওড়ার সাঁকরাইলে প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন
হাওড়ার সাঁকরাইলে প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। সাঁকরাইলে কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি-রও বেশি ইঞ্জিন।



















